নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নে বিএনপি আওয়ামীলীগের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ বিশ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বিএনপির নেতৃবৃন্দের দাবী সমাবেশ চলাকালে আওয়ামীলীগের লোকজন গিয়ে পুলিশের উপস্থিতিতে হামলা চালায়।
সংঘর্ষ থামাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম সহ তিন পুলিশ সদস্য এবং দুপক্ষের অন্তত বিশজন আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, মদনের চাঁনগাও গ্রামে বিএনপি বিক্ষোভ করছিলো। অন্যদিকে আওয়ামী লীগ প্রতিবাদ মিছিল করে। এসময় সংঘর্ষে জড়িয়ে পড়লে ৮/১০ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে তিন পুলিশ সদস্য আহত হয়।