বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। মঙ্গলবার দুপুরে বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি মারফত জানা গেছে এ তথ্য।
বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত মঙ্গলবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ, মোহনপুর বিওপি’র হাবিলদার মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে একটি টহলদল দুপুরের দিকে রংপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় টহল দানকালে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে।
অপরদিকে লেঙ্গুড়া বিওপির সুবেদার মোঃ শাহ্জাহান মৃধা’র নেতৃত্বে একটি টহলদল রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ফুলবাড়ী নামক স্থানে টহল অবস্থায় ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য ২ লক্ষ ৫ হাজার ৫ শত ২০ টাকা। উভয় অভিযানেই বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায় বলেও তারা উল্লেখ করেন।