নেত্রকোনার হাওরাঞ্চলে গরম এক বাতাসে বিভিন্ন হাওরের ধান সাদা হয়ে গেছে। কৃষকরা জানান, গতকাল সন্ধ্যায় সারাদেশে ঝড়ো হাওয়ার সময় নেত্রকোনায় শুধু ধুলো বাতাস হয়েছে। পরবর্তীতে রাতে বেশ গরম অনুভত হয়। এরপর তারা জমিতে গিয়ে দেখেন অনেক ধান সাদা হয়ে গেছে।
মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের মল্লিকপুর গ্রামের কৃষক অনুপ তালুকদার জানান, যেগুলোতে দুধ এসেছিলো সেগুলোই এমন হয়েছে। আবার মোটামুটি ধান চলে এসেছে যেগুলোতে সেগুলো নষ্ট হবে না। কোন ঝর না কিছু না একটা প্রচন্ড গরম অনুভত হয়। আর এরপরই সকালে আমরা মাঠে এসে এমনটা দেখতে পাই।
এদিকে বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের মৌয়াটি গ্রামের কৃষক ওযুদ মিয়া, রফিক মিয়াসহ অন্যরা বলেন মৌয়াটি বন্দে প্রায় ৫০০ একর জমিতে এমনটা হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, কৃষি অফিসারদেরকে এলাকায় পাঠানো হয়েছে। না দেখে কিছু বলা যাচ্ছে না। আমি নিজেও চল্লিশার দিকে দেখে দেখে আসছি।