সোহান আহমেদ:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার সকাল ১১টার দিকে নেত্রকোনা ডিসি অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে করে।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি সামছুল হুদা শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন।