সোহান আহমেদ:
বিদ্যুৎ, গ্যাস, তেল, চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ পালন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের বনুয়াপাড়া মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা বিএনপি’র আহবায়ক ডাক্তার আনোয়ারুল হক।
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
এ সময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।