স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জবাবদিহীতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা সদর হাসপাতাল কতৃপক্ষের উপস্থিতিতে তৃণমূলের সাধারণ মানুষের মাঝখান থেকে ওঠে আসা সমস্যা নিয়ে আলোচনা করেছেন তত্বাবধায়ক ডা. এ এস এম মাহবুবুর রহমান।
মঙ্গলবার দুপুরে শহরের মালনি এলাকার শিবগঞ্জ রোডের বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারে হেলথ ওয়াচের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ নাগরিকের তুলে ধরা সমস্যাগুলো নিয়ে সমাধানের লক্ষ্যে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সকল সদস্যের আশ^স্থ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে বাংলােদেশ হেল্থ ওয়াচের বিভিন্ন কার্যক্রম উপস্থাপনা করেন বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার ডা. রাজেশ অধিকারী। স্বাস্থ্যসেবায় নাগরিক মতামত শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার ডা. ইমরুল মোহাম্মদ সিফাত। এছাড়াও স্বাস্থ্যসেবার নানা দিক নিয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. মো. আবু সুফিয়ান, ডা. মো. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সাংবাদিক আলপনা বেগম, ফ্যামেলি ওয়েল ফেয়ার ভিজিটর রিনা আক্তার, হেপি অক্তার, আব্দুল হাই, পার্থ প্রতীম সরকার, অরণ্য কিশোর দে প্রমুখ। এসময় হাসপাতালে টিকিটের লাইনে বিশৃঙ্খলা, নার্সদের অনুন্নত ব্যবহার, পরিছন্ন কর্মীদের পোশাক, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাসহ দালালদের দৌরাত্ম কমাতে বক্তারা অনুরোধ জানান।