শ্যামলেন্দু পাল
জাতীয় প্রবাসী কল্যাণ দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা:
জেলার শ্রেষ্ট রেমিটেন্স প্রদানকারি দুইজনকে সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় প্রবাসী কল্যাণ দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন ও নেত্রকোনা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে গতকাল শনিবার বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রশিক্ষন কেন্দ্রে এসে শেষ হয়।
পরে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রশিক্ষক সদরুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা কর্ম সংস্থান অফিসের সহকারি পরিচালক লেহাজ উদ্দিন, জেলা জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষন ব্যুরোর সহকারি পরিচালক আবুল কালাম আজাদ, নেত্রকোনা অগ্রণী ব্যাংকের কেন্দুয়া শাখার ব্যবস্থাপক সাহিদ নূর চৌধুরী এবং প্রবাসী এমদাদুল হক।আলোচনা শেষে নেত্রকোনা জেলায় চলতি বছর সরকারকে দেয় সবচেয়ে বেশি রেমিটেন্স প্রদান কারী এমদাদুল হক এবং ফারজানা আক্তারকে সম্মাননা প্রদান করা হয়।
টিটিসি ক্যাম্পাসে এ উপলক্ষে এক মেলা প্রদর্শনী করে আয়োজকরা।