হুমায়ুন কবির, কেন্দুয়া
আসন্ন ১৬ জানুয়ারী শনিবার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আসাদুল হক ভূঞাকে বিপুল ভোটে নির্বাচিত করে বুঝিয়ে দিতে হবে তিনিই যোগ্যপ্রার্থী।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) রাতে কেন্দুয়া পৌরসভা বাজারে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের সহধর্মিনী অধ্যাপিকা অপু উকিল এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন,কেন্দুয়া পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আসাদুল হক ভূঞাকে বিপুল ভোটে নির্বাচিত করে বুঝি দিতে হবে তিনিই যোগ্যপ্রার্থী।
তিনি আরো বলেন, মেয়র প্রার্থী আসাদুল হকের রির্পোট এতই ভাল ছিল যে মনোনয়ন বোর্ড খুশি হয়ে তাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আপনারাও তাকে বিপুল ভোটে নির্বাচিত করুন। এতে আসাদুল হক ভূঞা সম্মানিত হবেন আপনাদের এমপি অসীম কুমার উকিলও গর্বিত হবেন।
কেন্দুয়া পৌর বাজারের বাহার সুপার মার্কেটে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন আলী আমজাদ খান বাহার এবং সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও বাজার কমিটির সাধারন সম্পাদক কামরুল হাসান ভূঞা।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আসাদুল হক ভূঞা।
এছাড়াও বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি ও পৌর আ’লীগের সভাপতি এনামুল হক ভূঞা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।