নেত্রকোনার মদনে বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মোহনগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সাদেকুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার বিকালে উপজেলার চাঁনগাও মৈধাম তেলের পাম্প এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ রেফার্ড করলে রাত সারে দশটায় তিনি মারা যান। তিনি খালিয়াজুরী উপজেলার জগ্ননাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
মঙ্গলবার বিকালে বাড়ি থেকে নেত্রকোনার বাসায় আসার পথে মদন উপজেলার ফায়ার সার্ভিস অফিসের অদূরে একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়।
তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। তার মৃত্যুতে এলাকাবাসীসহ জেলার সকল কলেজের শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শিক্ষকরা সাদেকুল ইসলামের এক্সিডেন্টের ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা ধরনের আবেগঘণ স্টেটাস দিচ্ছেন।