Thursday, December 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদবিশ্ব পরিবেশ দিবসে নেত্রকোনায় র‍্যালি, আলোচনা ও চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবসে নেত্রকোনায় র‍্যালি, আলোচনা ও চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনায় র‌্যালি আলোচনা সভা ও শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে দিবসটি উপলক্ষ্যে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে জেলা জজ আদালতের সমানে দিয়ে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে পরিবেশের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া শিশুদের মাঝে সার্টিফিকেটসহ পুরস্কার ও একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছর চারা তুলে দিয়েছেন জেলা প্রশাসক।

এর আগে পরিবেশ বিপর্যয়ের নানা দিক তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এছাড়াও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, আবু আব্বাস ডিগ্রী কলেজের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক নাজমুল কবীর সরকার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাইদসহ বৃক্ষ প্রেমিক আব্দুল হামিদ।

বক্তারা প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহারেও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্লাস্টিক জাতীয় পণ্য পরিবেশের সাথে মিশে পশুপাখি সহ মানব দেহে নানা ক্ষতির বিষয়টি তুলে ধরে একেবারে পলিথিন ব্যবহার বন্ধে বিভিন্ন প্রচারাভিযান চালানোর পরামর্শ দেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরসহ পরিবেশবাদী সংগঠন ও সামাজিক রাজনৈতিক নেতা স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments