স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে: কাজ করি একসাথে’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নেত্রকোনাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। সকালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যাালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে হাসপাকালের প্রাঙ্গণে জেলা ইপিআই ভবনের সামনে এসে শেষ হয়।
পরে ইপিআই ভবনে নেত্রকোনা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবু সাঈদ মোঃ মাহবুবুর রহমানের সভাপতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান কবীর রিয়াদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।