Thursday, December 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদদূর্গাপুর উপজেলাভারতীয় সীমান্তে বিজিবি’র অভিযান ৫০ লক্ষ টাকা মূল্যের শাড়ী লেহেঙ্গা ও...

ভারতীয় সীমান্তে বিজিবি’র অভিযান ৫০ লক্ষ টাকা মূল্যের শাড়ী লেহেঙ্গা ও মেহেদী জব্দ

সোহান আহমেদ:
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ৫৫ হাজার ৬ শত ৪ টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও মেহেদী জব্দ করেছে।

ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া সোমবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র জোয়ানরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ১১ এপ্রিল ভোর রাত সাড়ে ৪টার দিকে আকুঞ্জুরা নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৪৭ পিস বেনারশী শাড়ী, ৭৪০ পিস শারদাহ শাড়ী, ১৮৫ পিস ওভারটেক শাড়ী, ১৮০ পিস সিল্ক শাড়ী, ১০৫ পিন অনিকা শাড়ী, ৪১৯ পিস শাংগী রিলা শাড়ী, ২৮ পিস লেহেঙ্গা ও ২৫৯২ পিস কাবেরী মেহেদী।

জব্দকৃত শাড়ী, লেহেঙ্গা ও মেহেদীর সিজার মূল্য ৫০ লক্ষ ৫৫ হাজার ৬ শত ৪ টাকা বলে জানানো হয়। জব্দকৃত এ সকল মালামাল নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে। পরবর্তীতে কাস্টমস অফিস কতৃপক্ষ উদ্ধারকৃত মালামালগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments