ফয়েজ আহম্মদ হৃদয়, মদন:
নেত্রকোনার মদনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার(৫ জুন) প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে মদন উপজেলা প্রসাশনের সহযোগীতায় পাবলিক মাঠে এ মেলা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী’র সঞ্চালনায়¡ বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, জেলা পরিষদ সদস্য এ কে এম সাইফুল ইসলাম হান্নান প্রমূখ।
মেলায় অংশগ্রহণকারী খামারীদের মাঝে ৪ ক্যাটাগড়িতে ১২ জন খামারীকে পুরুষ্কার প্রদান করা হয়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জেবুন্নাহার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এম এ সোহাগসহ গণমাধ্যেম কর্মীগণ উপস্থিত ছিলেন।