নেত্রকোনায় শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে মেন্টর তৈরি প্রশিক্ষণ কর্মশালা
“জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন ” এই স্লোগানে নেত্রকোনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদকমুক্ত করার লক্ষ্যে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এতে ১০ উপজেলার মোট ২০ টি মাধ্যমিক পর্যায়ের স্কুলের প্রধান শিক্ষকরা অংশ নেন।
তারা নিজ নিজ প্রতিষ্ঠান ও পার্শ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রশিক্ষণ কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।
প্রশিক্ষণ প্রদান করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশিক নূর ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জুবায়ের ছাঈদ। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।