নেত্রকোনা মডেল থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মাদক ব্যাবসায়ীসহ চার জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় টীম নেত্রকোনা মডেল থানা কর্তৃক পরিচালিত অভিযানে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নাগড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী মো আরিফ খান, কুরপাড় এলাকা থেকে পরোয়ানা ভুক্ত আসামী মো নজরুল ইসলাম ও মেদনী এলাকা থেকে মাদক ব্যাবসায়ী মো সুমন ওরফে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।