হাঁসের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আয়াত নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বরদল গ্রামে রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। সকাল থেকে শিশুটি বাড়ির ভেতরে হাঁসের সাথে খেলা করছিলো। পরে হঠাৎ উঠোনে হাঁসও নেই শিশুটিও নেই। শিশুর বাবা খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে ছেলেকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল কালাম শিশুর পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে এসছি। শিশুটি সকাল থেকে হাঁস নিয়ে খেলছিলো বলে তার মা জানায়। পরে কোন এসময় হাঁসগুলো পানিতে নামতেই সেও বোধহয় নেমে যায় অথবা পড়ে যায়। এর কিছুক্ষণ পর খোঁজ নিয়ে পুকুরে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।