সোহান, আহমেদ:
নেত্রকোনায় বানভাসি মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের টিস্যু সেক্টর এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী নেত্রকোনার হাওর অঞ্চল মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওর পাড়ের সহস্রাধিক বানভাসি মানুষের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুর্গম এলাকায় ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দেয়ায় আনন্দিত বানভাসি হতদরিদ্র মানুষ।
অতিরিক্ত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার দশটি উপজেলার ৭৪টি ইউনিয়নে ৬ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর দিন যাপন করেছিল। অবস্থায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে হাওরাঞ্চলের বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়। এরই প্রেক্ষিতে বসুন্ধরা টিস্যু পেপার সেক্টরের পক্ষ থেকে বিভিন্ন এলাকার বানভাসিদের মাঝে পৌঁছে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণসহ শিশুখাদ্য দুধ ও ঔষধ।
এসময় বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে বানভাসিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন, বসুন্ধরা টিস্যু সেক্টর ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক আব্দুল মান্নান, ময়মনসিংহ এরিয়া ম্যানেজার মনিরুজ্জামান, মোঃ জাকির হোসেন ( খাতা), সহকারী এরিয়া ম্যানেজার (হাইজিং) নিশাত খান সংশ্লিষ্ট এরিয়ার বিক্রয় প্রতিনিধি বৃন্দ।