সোহান আহমেদ:
প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিনে নিজ জেলা নেত্রকোনায় আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে হুমায়ুন ভক্তরা।
রবিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডার উদ্যোগে পৌর শহরের পাবলিক হলে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
এতে হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি আলপনা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। প্রধান আলোচক ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর আফজাল রহমান।
জেলার নারী উন্নয়নের বিশেষ অবদান রাখায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে কয়েক ঘণ্টা ব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে হুমায়ূন আহমেদের লেখা কালজয়ী গান ও নিত্য পরিবেশন করেন জেলা উদিচি শিল্পীগোষ্ঠী ও হিমু পাঠক আড্ডার সদস্যরা।