নেত্রকোনার কলমাকান্দায় ৯৯৯ এ কল পেয়ে হাওরের বড়খাপন থেকে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসায়ীসহ অপহৃত দুজনকে উদ্ধার করে। অপহরণকারী সন্দেহে এক যুবককে আটক করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান। তিনি জানান, ট্রলারে করে উপজেলার বড়খাপন সাবেক ইউপি সদস্য দিবাকর তালুকদার ও মোবাইল ব্যাংক ব্যবসায়ী রিপন তালুকদারকে নিয়ে যায়। পরে সংঘবদ্ধ ৭/৮ জনের একটি দল এক বাড়িতে তাদেরকে আটকে রাখে। এরপর পুলিশকে অপহৃতদের স্বজনরা ফোন করে জাতীয় সেবা ৯৯৯ এ।
সাথেই পুলিশ অপহরণের সংবাদ পেয়ে বড়খাপন গ্রামে গিয়ে তাদেরকে উদ্ধার করে। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহ শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।