Tuesday, April 30, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদদূর্গাপুর উপজেলাদুর্গাপুরে কিশোরী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা

দুর্গাপুরে কিশোরী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা

আল নোমান শান্ত, দুর্গাপুর

নেত্রকোনার দুর্গাপুরে সানজিদা আক্তার (১৭) নামের এক কিশোরী গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আলামিন আকন্দ (৩৫) বিরুদ্ধে মামলা হয়েছে।

শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এনে গতকাল রবিবার রাতে কিশোরীর মা জাহানারা বেগম বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে দুপুরে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় নিজ ঘরে কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটে।

সানজিদা আক্তার ওই এলাকার জাকির হোসেনের মেয়ে।

অভিযুক্ত আলামিন একই শহরের বাগিচাপাড়া এলাকার আওয়াল আকন্দের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত শনিবার দিবাগত রাত হতে রবিবার সকাল পর্যন্ত এই সময়ের ভিতরে তার স্বামী আলামিন আকন্দ কৌশলে স্ত্রী সানজিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে বলে মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়। মামলা নং- ১৫।

গৃহবধূর পরিবার জানায়, প্রায় ছয় মাস আগে আলামিনের সঙ্গে সানজিদার বিয়ে হয়। বিয়ের ২ মাস পর থেকেই সানজিদার স্বামী নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

স্বামী অটো গাড়িরিকশা চালক।

শনিবার রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এসময় মারধরের শব্দ পেয়ে মা বড় মেয়েকে পাঠিয়ে ঝগড়া থামান।

কিন্তু রবিবার সকালে আবারও দরজা বন্ধ করে ঝগড়া শুরু হলে তিনি গিয়ে দরজা খুলতে বললেও দরজা খুলেনি তারা।

এদিকে কিছুক্ষণ পরে মেয়ের জামাই আলামিন সবার অগোচরে ঘর থেকে বের হয়ে চলে যায়।

পরে দুপুরের দিকে সানজিদাকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় শরীরে নাড়া দেন।

কোন সাড়াশব্দ না পেয়ে এবং শরীর ঠান্ডা পেয়ে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদী নিহতের মা জাহানারা বেগম বলেন, আমার মেয়েকে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই আমি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা আসামী ধরতে চেষ্টা চালাচ্ছি। বিষয়টি তদন্তধীন আছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments