Tuesday, April 30, 2024
মূলপাতাঅন্যান্যধর্ষণ মামলার বাদী হত্যায় র‍্যাবের হাতে আটক ৬

ধর্ষণ মামলার বাদী হত্যায় র‍্যাবের হাতে আটক ৬

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪

নেত্রকোনার আটপাড়ার ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক ৬ আসামীকে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব ১৪ একটি টিম। বুধবার দুপুরে ময়মনসিংহ র‌্যাবের উপ পরিচালক (অপারেশনস অফিসার) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ঢাকার টঙ্গি গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সেলিনা অক্তার হত্যা মামলার ৬ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তেলিগাতি ইউনিয়নের পালগাঁও গ্রামরে মৃত চান মিয়া ফকিরের ছেলে মোঃ নুরুল হক (৩৮), মোঃ সম্রাট মিয়া (৫০), সামছুল হক (৪৫)। একই এলাকার কালাম উদ্দিনের ছেলে মোঃ মাসুদ মিয়া (৩০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ হিমন মিয়া (৩০) ও মৃত নুর মিয়ার ছেলে মোঃ রোকন মিয়া (৩০)। আসামিদেরকে আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি ও মামলার বিশ্লেষণে জানা গেছে, পালগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে আসামীরা প্রতিবেশি খোকন মিয়া সহ কয়েক জনকে মিথ্যা মামলায় জড়িয়ে আসামী করে। ফলে ওই গ্রামের পুরুষরা বাড়ি থেকে পালিয়ে বেড়ানোর সুযোগে আসামীরা খোকন মিয়ার স্ত্রী সেলিনা আক্তারকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় সেলিনা আক্তার নিজে বাদী হয়ে গত ডিসেম্বর মাসের ১৫ তারিখ প্রতিবেশি মাসুদ মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে নারী শিশু আইনে আটপাড়া থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে আসামিরা গত ৩ জানুয়ারী রাতে রামদা, কিরিচ, লোহার রড ও চাপাতি নিয়ে সেলিনা আক্তারের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে বাদীকে উঠানে নিয়ে ফেলে দেয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে সেলিনার মাথায়, বুকে ও পেটে এলোপাথারি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে প্রতিবেশি স্বজনসহ পুলিশের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওইদিন ভোরবেলা সেলিনাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় স্বামী পলাতক থাকায় ননদ বেদেনা আক্তার বাদী হয়ে এজাহারনামীয় ১০ জন‘সহ অজ্ঞাতনামা আরো ০৪/০৫ জন‘কে আসামী করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল। মামলার বিশ্লেষন করে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর আগে গত ২১ তারিখ একই মামলার আসামি শাহজাহানের দুই ছেলে মোঃ অসীম (২৫), মোঃ রাজু মিয়াকে (২৩) গ্রেফতার করে আটপাড়া থানায় হস্তান্তর করে।

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments