Sunday, May 19, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোণায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছে সহস্রাধিক পরিবার

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছে সহস্রাধিক পরিবার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার পেয়েছে নেত্রকোণার সহস্রাধিক হতদরিদ্র পরিবার। সোমবার সকালে শহরের সাতপাই আধুনিক স্টেডিয়াম ইনডোর মাঠে এসকল ঈদ উপহার তুলে দেয়া হয়।

গত কয়েক সপ্তাহে জেলা প্রশাসকের কার্যালয়ে সহায়তা চেয়ে আবেদনকারী হতদরিদ্র এক হাজার পরিবারকে নগদ দুইশত টাকা ও পাঁচ কেজির করে চাল দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসকল ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার , পৌরসভার প্যানেল মেযর এস এম মহসীন আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, ভূমি সহকারী আকলিমা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঈদের দিনে দরিদ্র মানুষগুলো একমুঠো ভাত ও সেমাই কিনে খেতে পারেন সেজন্য নগদ দুই লক্ষ টাকা বিতরণসহ চালগুলো দেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে বর্তমান দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির এই সময়ে অল্প পেয়েই খুশি হয়েছে হতদরিদ্র ছিন্নমূল পরিবারগুলো।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার ছিয়াশিটি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় ভিজিএফ, ভিজিডির কার্ডধারীর মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হলে প্রধানমন্ত্রী পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments