Saturday, May 18, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় জলবায়ুর ন্যায্যতার দাবীতে তরুণদের সাইকেল র‌্যালি

নেত্রকোনায় জলবায়ুর ন্যায্যতার দাবীতে তরুণদের সাইকেল র‌্যালি

‘সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস’ স্লোগানে নেত্রকোনায় সাইকেলর্ যালি করেছে যুব সমাজের তরুণরা। শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা শহরের ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সামনে থেকে এই র‌্যালি শুরু করে। ৫ তরুণ বিভিন্ন বাজারে বাজারে দাঁড়িয়ে সচেতনতা করছে। তাদের বুকে ঝুলানো প্লে কার্ডেও রয়েছে নানা বার্তা। তারা শহরের মধ্য দিয়ে রেলক্রসিং বাজার সহ বিভিন্ন বাজারে ও পথে পথে সচেতনতা বার্তা দিয়ে দিয়ে পুর্বধলা সড়কের রৌহা ইউনিয়নের ত্রিমোহনি মগড়া নদীর উৎপত্তি স্থলের ওখানে শেষ করবে এই প্রতিবাদী অভিনব প্রচারণা।

আয়োজকরা জানায়, জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্ব আজ আক্রান্ত। তার মধ্যে নেত্রকোনার মতো নিন্মাঞ্চলগুলো বেশি ক্ষতিগ্রস্ত। আর এটির জন্য দায়ী আমরা মানুষ। এই বার্তাটি নেত্রকোনার মানুষ অর্থাৎ তরুণদের কাছে পৌঁছে দিতে সাইকেল র‌্যালির আয়োজন। সমাজে যুবদের সংখ্যা বেশি। সেইসাথে যুবরাই নানা কিছুতে ভূমিকা রাখে। যে কারণে সম্মিলিত যুব সমাজ বারসিকের সহযোগিতায় এই সাইকেল র‌্যালিটির আয়োজন করেছে। আর এমন আয়োজন পরিবেশ বাঁচাতে সচেতনতায় এটি একটি ভূমিকা রাখবে বলে মনে করছেন সমাজ সচেতনরা।

বার্তায় এই জলবায়ু পরিবর্তনে বিশ্বের বিভিন্ন দেশ দায়ী সেটি তুলে ধরে এবং প্রতিবাদ করে তরুণদের ও নেত্রকোনার মানুষদের সচেতন করাই মূল লক্ষ্য বলে জানান সম্মিলিত যুব সমাজের সভাপতি পার্থ প্রতিম সরকার।

নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের জীব বিজ্ঞানের অধ্যাপক নাজমুল কবীর সরকার জানান, নেত্রকোনার যুব সমাজ এবং আমরা কিছু পরিবেশ কর্মী সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার আওয়াজটা পৌঁছে দিতে চাই। আমরা বৃক্ষ নিধন করছি, গাছ কেটে ফেলছি, মাছের ভ্রুণ সহ মেরে ফেলছি এর জন্য নিজেরা কিভাবে দায়ী এটিও পৌঁছে দিতে সাধারণ মানুষের কাছে এটা একটা বড় পথ বলে মনে করেন তিনি।

বারসিকের প্রতিনিধি আওলাদ হোসেন রনি জানান, বাংলাদেশ যেহেতু জলবায়ুর সর্বোচ্চ ঝুঁকির একটি দেশ তাই আমরা পানীয় জলের সঙ্কট নেত্রকোনা অঞ্চলের মধ্যে বেশি, তাই আমরা জলবায়ু ন্যায্যতার জন্য এই প্রচারণা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments