Wednesday, May 1, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিনব প্রচারণা

নেত্রকোনায় নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিনব প্রচারণা

নেত্রকোনায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সনাতন পদ্ধতিতে আিভনব প্রচারণা চালিয়েছে সামজিক কয়েকটি সংগঠনগুলো। সাধারণ মানুষের স্বাক্ষর নিয়ে পোস্টকার্ডের মাধ্যমে খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বরাবর এক হাজার চিঠি পেরণ করা হয়। আর এ বিষয়টি সংবাদ সম্মেলন করে জানানো হয়।

সামজিক আন্দোলনের সংগঠন নেত্রকোনার শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও নেত্রকোনা সম্মিলিত যুব সমাজ পরিবেশ গবেষনাকারী বারসিকের সহয়াতায় সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সামেন নিরাপদ খাদ্যের জন্য অভিনব এ প্রচারণার প্রেরিত চিঠিটি পাঠ করেন সংগঠনের সভাপতি আবু আব্বাস ডিগ্রী কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল কবীর সরকার। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব, সংগঠনের সদস্য সচিব আলপনা বেগমসহ বারসিকের সমন্বয়কারী মো. অহিদুর রহমান।

চিঠিতে খাদ্য দূষণ বর্তমানে মানবজাতির জন্য এক ভয়াবহ সংকট বলে উল্লেখ করেন সংবাদ সম্মেলনে। বর্তমানে খাদ্যের সাথে ভেজাল মিশ্রনের ভয়াবহতা বিবরণ তুলে ধরে জেলার ৪৫ গ্রামের বিভিন্ন পেশা বৈচিত্র্যের যুব সমাজ, লেখক, সমাজকর্মী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ সচেতন নাগরিকের নাম ঠিকানা স্বাক্ষরসহ ১০০০ পোস্টকার্ড খাদ্যমন্ত্রী বরাবরে পাঠানোর বিষিয়টি অবগত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments