Sunday, May 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদদূর্গাপুর উপজেলানেত্রকোনায় পানি ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

নেত্রকোনায় পানি ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলার সীমান্ত দুই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৃথক এলাকায় মর্মান্তিক এ দুটি ঘটনা ঘটেছে।

জেলার দুর্গাপুরে তাবিয়া ১৬ মাস বয়সী ও কলমাকান্দায় জামিলা আক্তার নামে এক বছর বয়সী দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশু তাবিয়া দুর্গাপুর উপজেলার শ্যামনগর গ্রামের শামসুল হকের মেয়ে। অপরদিকে শিশু জামিলা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের গার্মেন্টস শ্রমিক জাহাঙ্গীর মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু জামিলা নিজ বাড়ির সামনে আম গাছের ডালে দড়ি দোলনায় খেলছিলো ফুফু মরিয়মের সাথে। পুকুর পাড়ে গাছের নিচে শিশু জামিলাকে বসিয়ে রেখে খেলতে যায় মরিয়ম। সন্ধ্যার ঠিক পূর্বে এক পর্যায়ে সকলের অজান্তে জামিলা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে জামিলাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করলে এক সময় পুকুরে শিশুটিকে ভাসতে দেখে।

পরে স্থানীয়দের সহযোগিতায় জামিলাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে দুর্গাপুরে শিশু তাবিয়া বাড়ির উঠানে অন্যান্য শিশুদের খেলাধুলার এক পর্যায়ে উঠানের পাশেই পুকুরের পানিতে পড়ে যায়। পরিবার লোকজন তাকেও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম আরা বলেন, শিশু জামিলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি মীর মাহবুবুর রহমান ও কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments