Wednesday, May 15, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় স্বতন্ত্র সহ ১৩ জনের নির্বাচনী মনোনয়ন বাতিল

নেত্রকোনায় স্বতন্ত্র সহ ১৩ জনের নির্বাচনী মনোনয়ন বাতিল

নেত্রকোনায় স্বতন্ত্র সহ ১৩ জনের নির্বাচনী মনোনয়ন বাতিলনেত্রকোনা জেলার ৫ টি আসনে জমা দেয়া মনোনয়নের মোট ৩৬ জনের মধ্যে ১৩ জনের নির্বাচনী মনোনয়ন বাতিল হয়েছে যাচাই বাছায়ে। ১ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

নেত্রকোনা জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল তিনটি পর্যন্ত যাচাই বাছাই শেষে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শাহেদ পারভেজ।
রিটানিং কর্মকর্তা শাহেদ পারভেজ জানান, নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ৬ জনের মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন, জাকের পার্টির মো. ছমির উদ্দিন ও স্বতন্ত্র আওয়ামীলীগের নেতা আফতাব উদ্দিন।
নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনে দাখিলকৃত ৯ জনের মধ্যে ৩ জন বাতিল। তারা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আমজাদ হোসেন ঠাকুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আজাহারুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সুব্রত চন্দ্র সরকার।
নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে দাখিলকৃত ১০ জনের মধ্যে ৩ জন বাতিল হয়েছেন।
তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মো. আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্রান আহমেদ।
নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে দাখিলকৃত ৫ জনের মধ্যে ২ জন বাতিল ১ জন স্থগিত। বাতিলকৃত প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ, তৃণমুল বিএনপি মো. আল মামুন। স্থগিত প্রার্থী হলেন জাতয়ি সমাজত্রান্ত্রীক দলের (জাসদ) মো. মুশফিকুর রহমান।
নেত্রকোনা ৫ (পূর্বধলা) আসনে দাখিলকৃত ৬ জনের মধ্যে ৩ জনই বাতিল। তিন জনের সবাই স্বতন্ত্র।
তারা হলেন, কর্নেল তাহের পরিবারের সদস্য জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি মো. আনোয়ার হোসেন, আওযামীলীগ নেতা মো. মিজবাহুজ্জামন চন্দন ও মো. মাজাহারুল ইসলাম সোহেল।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments