Monday, April 29, 2024
মূলপাতাঅন্যান্যভ্রমণায়োজনে নেত্রকোনা….....

ভ্রমণায়োজনে নেত্রকোনা……..

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট-ময়মনসিংহের
পরিচালক প্রফেসর কাবির-উল হাসান
-এর ভ্রমণায়োজনে নেত্রকোনা

আজ ২০ জানুয়ারি২০২৪ শনিবার সকাল সাড়ে আটটায় ময়মনসিংহ থেকে নেত্রকোনা ভ্রমণ শেষে সন্ধ্যায় ময়মনসিংহ ফেরা।
নেত্রকোনা শহরে সালতি রেস্টুরেন্টে নাস্তা শেষে দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ প্রতিষ্ঠিত পাঠাগার কবিতাকুঞ্জ পরিদর্শন। এবং শ্রীচৈতন্য দেবের অনুসারী প্রতিষ্ঠিত বহু প্রাচীন আশ্রম পরিদর্শন।পরে নেত্রকোনা সরকারি কলেজে অধ্যক্ষের নাস্তা,কফি আপ্যায়ন +আড্ডা+কলেজ পরিদর্শন।
অতঃপর বরেণ্য মনীষী বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার এবং বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর মতীন্দ্র সরকার এর বাসায় তাঁদের সাথে সৌজন্য সাক্ষাৎ,ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং আড্ডা।
মতীন্দ্র স্যারের মনকাড়া আপ্যায়ন..
আবারও নেত্রকোনা সরকারি কলেজ অধ্যক্ষের আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ।
আন্তরিক আপ্যায়ন মনে রাখার মতো।

এবার বিকেলে আটপাড়া উপজেলার
রামেশ্বরপুর গ্রামে প্রতিষ্ঠিত উন্নয়ন সংগঠন বারসিক-এর কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ। অতিথিবৃন্দ এবং বারসিক কর্তৃপক্ষের চমৎকার বিনিময় চিন্তার সভা..
আপ্যায়ন চমৎকার।লোকায়ত কৃষির বিকাশে বাংলাদেশে অগ্রগণ্য প্রতিষ্ঠান বারসিক।
পুর্বনির্ধারিত সূচিতে মদনপুর শাহ সুলতান মাজারে যাবার কথা থাকলেও সময়াভাবে যেতে পারিনি বলে আমাদের অপেক্ষমান আপনজনের কাছে দুঃখ প্রকাশ করছি।
দিনব্যাপী নেত্রকোনায় আজকের দিনটি ছিলো মনোময়,আনন্দঘন। এ জন্য কৃতজ্ঞতা আয়োজনের অনুঘটক এইচএসটিটিআই ডিরেক্টর Kabir Hasan স্যারের প্রতি।
দিনব্যাপী একসাথে যুক্ত ছিলেন যে কজন….
উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিউট-ময়মনসিংহের পরিচালক প্রফেসর মো: কাবির-উল হাসান,সরকারি মুমিনুন্নিসা কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর আইরিন সুলতানা,উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট-ময়মনসিংহের উপ-পরিচালক রতন কুমার চন্দ,নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সরোজ মোস্তফা, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট-ময়মনসিংহের সহকারী পরিচালক নাঈমা নাসরিন সুমি, বারসিকের সমন্বয়ক অহিদ রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের মুখ্য সমন্বয়ক স্বাধীন চৌধুরী, সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিন এর নেত্রকোনা প্রতিনিধি সাংবাদিক আলপনা বেগম,বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি-ময়মনসিংহ ইউনিটের কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

লেখক

স্বাধীন চৌধুরী

গবেষক, লেখক ময়মনসিংহ

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments