নেত্রকোনার মদনের একটি হাওর এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। চত্রমপুর তলার হাওরে বালিয়াজুরী বিলের পাশের রাস্তা থেকে লাশ উদ্ধার করে শুক্রবার সকালে নৌযোগে মদনের বালই ব্রিজ ট্রলার ঘাটে পৌঁছে পুলিশ। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ ঘাট থেকে মদন থানায় নেয়ার প্রস্ততি চলছে বলে নিশ্চিত করে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে মদন থানায় খবর দেয়। পরে রাতেই পুলিশ উদ্ধার কর্যক্রম পরিচালনা করতে এই এলাকায় পৌঁছে শুক্রবার সকালে চত্রমপুর তলার হাওরের বালিয়াজুরী বিলের পাশের রাস্তা থেকে তার মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাওরাঞ্চলের বোরো ধান কর্তন শেষ হওয়ায় হাওরের লোকজনের যাতায়াত কমে গেছে। ফতেপুর থেকে তলার হাওর হয়ে চত্রমপুর যাওয়ার মাত্র একটি কাঁচা রাস্তা রয়েছে।
ওই রাস্তায় বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। লাশের পাশে একটি পাঞ্জাবী এবং একটি শপিং ব্যাগ দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যানবাহনের সুবিধা না থাকায় শুক্রবার সকালে নদীপথে চত্রমপুর থেকে লাশ নিয়ে আসে বালই নদীর ট্রলার ঘাটে।
এ ব্যাপারে মদন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান, চত্রমপুর তলার হাওরের বালিয়াজুরী বিলের পাশে থেকে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে মরদহ শনাক্ত হলে পরিবার খোঁজে তাদের কাছে হস্তান্তর করা হবে।