Wednesday, November 13, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদমদন উপজেলানেত্রকোনার মদন হাওরে মাছ ধরতে গিয়ে কৃষক নিহত

নেত্রকোনার মদন হাওরে মাছ ধরতে গিয়ে কৃষক নিহত

নেত্রকোনার মদনে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফারুক মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার গঙ্গানগর গ্রামের সামনের হাওরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক মিয়া তার নিজ গ্রামের সামনের হাওরে শনিবার দুপুরে মাছ ধরেত যায়। এরপর থেকেই ভারী বৃষ্টি শুরু হয়। বিকালে মাছ ধরা শেষে বাড়ির দিকে রওনা হতেই বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান তিনি।

পরে আশপাশের কৃষকরা তার মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments