Sunday, April 28, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় জঙ্গি সংগঠনের সদস্য আটক

নেত্রকোনায় জঙ্গি সংগঠনের সদস্য আটক

নেত্রকোনার চল্লিশা এলাকা থেকে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মো. শারমিন আক্তার (১৭) নামের এক কিশোরীকে আটক করেছে র‍্যাব। নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করার পর আজ শনিবার কোর্টে প্রেরণ করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, র‍্যাব ৩ এর জালে ধরা পড়া সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মুগরাটিয়া কান্দাপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে শারমিনের সন্ত্রাসী কর্মকান্ড।

স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে। সে দীর্ঘদিন ধরে টেলিগ্রাফ ইনষ্টল করে মোবাইলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ডের নানা বার্তা আদান প্রদান করছিলো। প্রধানমন্ত্রী সহ দেশবিরোধী আলোচনার সকল বার্তা সংগ্রহ করে র‍্যাব শুক্রবার রাতে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা মোবাইল ফোনটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, মেয়েটি আড়াল নামে ফেইসবুক আইডির মাধ্যমে ভিডিও সহ নানা বার্তা আদান প্রদান করতো। তার ১৩৬০ জন ফেইসবুক বন্ধু পাওয়া গেছে। তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সে আনসারাল ইসলাম নামে জঙ্গি সংগঠনের সদস্য।

এ ঘটনায় র‍্যাব ৩ এর ডিএডি মো. ইখতিয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধনী (২০১৩)৮/৯ ধারায় মামলাটি দায়ের করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments