Monday, April 29, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলাহাওরাঞ্চলে বজ্রনিরোধক স্থাপনের দাবীতে মানববন্ধন

হাওরাঞ্চলে বজ্রনিরোধক স্থাপনের দাবীতে মানববন্ধন

‘বজ্রপাতে আর মৃত্যু নয়’ এই স্লোগানে নেত্রকোনার হাওরাঞ্চলে মৃত্যু কমাতে বজ্রনিরোধক সংকেতযন্ত্র স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বেসরকারি আইইডির সহযোগিতায় জনউদ্যোগ মানবন্ধনের আয়োজন করে।

এতে জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন। জনউদ্যোগ ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম।

এছাড়াও সুশীল সমজের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা বক্তব্য রাখেন। পরে সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী মানববন্ধের সমাপ্তি করেন।

এসময় বক্তারা জেলার ১০ উপজেলার হাওর এলাকায় বজ্রপাতে মৃত্যু কমাতে সংকেত যন্ত্রসহ উঁচু টাওয়ার স্থাপনের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবী জানান। তারা বলেন হাওর এলাকায় ধান কাটার মওসুমেই এই বর্ষায় বজ্রপাতে প্রচুর প্রাণহানি ঘটে। এসময় ধান না কেটে বসে থাকার সময় নয়। ফলে কৃষকরাই বেশিরভাগ সময় মারা যাচ্ছেন। এ থেকে রক্ষার একমাত্র পথ বজ্রনিরোধ যন্ত্র স্থাপন ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments